Wellcome to National Portal
পরিকল্পনা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুন ২০১৬

বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০প্রণয়ন

 

প্রকল্প পরিচালক:           জনাব ড. মোঃ মিজানুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী।

 

প্রকল্পের মেয়াদ:      জুলাই ২০১৩ – ডিসেম্বর ২০১৫।

 

প্রাক্কলিত ব্যয়:   ৮৭.৮৬৪৪ কোটি টাকা।

 

ক্রমপুঞ্জিত ব্যয়:      ৪৯.১২৬৪ কোটি টাকা।

 

প্রকল্পের উদ্দেশ্য:

বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা তৈরী ও বাস্তবায়নে অনুকূল সামাজিক ও রাজনৈতিক পরিবেশ তৈরীতে উদ্যোগ নেয়া; পানি, ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ এবং স্থানীক পরিকল্পনা (Spatial Planning) বিষয়াদি নিয়ে একটি সাধারণ ও উম্মুক্ত জ্ঞান ভান্ডার গড়ে তোলা যাতে পানি, ভূমি, কৃষি, জনস্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থানীয় ও পরিবেশগত উন্নয়ন ইত্যাদি বিষয়সমূহের প্রাধান্য থাকবে এবং এর ভিত্তিতে প্রধান ষ্টেকহোল্ডারদের সাথে সমন্বিত বিশ্লেষন এবং দৃশ্যকল্প (Scenario) প্রক্ষেপণ করা হবে। বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রণয়ন ও এর সমন্বিত ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যমান সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা সমূহের প্রয়োজনীয় সংস্কার ও পূর্ণবিন্যাসের জন্য ডেল্টা কাঠামো ও খসড়া ডেল্টা আইন প্রণয়ন করা; সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদেরকে সাথে নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের অবদান নিশ্চিতকরণের মাধ্যমে ডেল্টা ভিশন, লক্ষ্য ও কার্যাবলী সনাক্তকরণ ও বিশ্লেষণ করা;বাংলাদেশ ও নেদারল্যান্ডস্থ বেসরকারি প্রতিষ্ঠান সমূহের (বহূজাতিক কোম্পানী, ক্ষুদ্র ও মাঝারী প্রতিষ্ঠান ও এনজিও-সহ) নতুন ধ্যান ধারণা, উদ্ভাবন, মতামত ইত্যাদি যাতে বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ -তে অর্ন্তভুক্ত হতে পারে সে বিষয়ে সঠিক সরকারি প্রতিষ্ঠান সমূহের সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ (Linkage) স্থাপনের উদ্যোগ নেয়া; পানি, ভূমি ও সংশ্লিষ্ট প্রাকৃতিক সম্পদ এবং স্থানীক (Spatial) পরিকল্পনা বিষয়ে আঞ্চলিক ও সেক্টরাল উন্নয়নের জন্য এক্ষেত্রে স্বল্প মেয়াদে ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সুশাসনের প্রতিষ্ঠায় সহায়তা ইত্যাদি।

 

ফেব্রুয়ারি ১৬পর্যন্ত এডিপির ব্যয় হার:

 

 

 

২০১৫-১৬  অর্থ বছরে এডিপি বরাদ্দ

২০১৫-১৬  অর্থ বছরে ফেব্রুয়ারি ১৬পর্যন্ত ব্যয়

২০১৫-১৬ অর্থ বছরের বরাদ্দের তুলনায় ব্যয়ের শতকরা হার

প্রকল্পের শুরু হতে ক্রমপুঞ্জিত মোট অগ্রগতি %

আর্থিক

বাস্তব

৪৬.৫২

১৪.৬১৮২

৩১.৪২

৫৬.০০

৬৮.০০