Wellcome to National Portal
পরিকল্পনা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০১৮

জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমী প্রতিষ্ঠা (২য় সংশোধিত) প্রকল্প

 

প্রকল্প পরিচালক:

জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান

 

প্রকল্পের মেয়াদ:

অক্টোবর,২০০৯ হতে জুন, ২০২০ পর্যন্ত।

মূল মেয়াদ- অক্টোবর/২০০৯ হতে জুন/ ২০১২ পর্যন্ত।

 

মেয়াদ বৃদ্ধি: 

১ম মেয়াদ বৃদ্ধি: অক্টোবর/০৯ হতে জুন/১৩ পর্যন্ত, ২য় মেয়াদ বৃদ্ধি: অক্টোবর/০৯ হতে জুন/১৪ পর্যন্ত এবং ৩য় মেয়াদবৃদ্ধি: অক্টোবর/০৯ হতে জুন/২০১৬ পর্যন্ত

 

সংশোধিত অনুমোদিত:

অক্টোবর/০৯ হতে জুন/২০ পর্যন্ত

 

প্রাক্কলিত ব্যয়:  

মূল: ২৪.৪৬৩০ কোটি টাকা এবং সংশোধিত অনুমোদিত: ১৪৯.৪২ কোটি টাকা

 

ক্রমপুঞ্জিত ব্যয়:  

১৬.২১ কোটি টাকা (৩০ জুন ২০১৮ পর্যন্ত)।

 

প্রকল্পের উদ্দেশ্য:  

(ক)   ইকনমিক ক্যাডার কর্মকর্তা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত সহায়ক জনবলকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাদারী মনোভাব এবং দক্ষতার উন্নয়ন করা।

 

(খ)    বিশেষায়িত প্রশিক্ষণ যেমন- Economic Development Planning, Project Management Project Evaluation & Appraisal এবং চাকরির সাথে সংশ্লিষ্ট অন্যান্য প্রশিক্ষণ পরিচালনা করা।

 

প্রকল্পের মূল কার্যক্রম: 

দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ে ইকনমিক ক্যাডারের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করার লক্ষ্যে ও চাকরির বিভিন্ন পর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিরবিচ্ছিন্নভাবে চালু রাখা প্রয়োজন। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত “কৃষি মন্ত্রণালয়সহ যে সকল মন্ত্রণালয়/বিভাগ-এর নিয়ন্ত্রণাধীন ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য নিজস্ব প্রশিক্ষণ একাডেমি এখনও প্রতিষ্ঠিত হয় নাই সেই সকল মন্ত্রণালয়/বিভাগ নিজস্ব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে”। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস ইকনমিক ক্যাডার কর্মকর্তাদের জন্য বিসিএস ইকনমিক একাডেমি প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়।

 

জুন ১৮ পর্যন্ত এডিপি’র ব্যয় হার:

২০১৭-১৮ অর্থ বছরে আরএডিপি বরাদ্দ

২০১৭-১৮  অর্থ বছরে জুন ১৮ পর্যন্ত ব্যয়

২০১৭-১৮ অর্থ বছরে ব্যয়ের শতকরা হার (বরাদ্দের)

প্রকল্পের শুরু হতে ক্রমপুঞ্জিত মোট অগ্রগতি %

আর্থিক

বাস্তব

৩.৭৫

৩.৩৭

৯০.০৫%

১০.৮৫%

১০.৮৫%