Wellcome to National Portal
পরিকল্পনা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০১৫

প্রিপারেশান এন্ড মনিটরিং অব মিডিয়াম টার্ম ডেভেলপমেন্ট প্ল্যান প্রকল্প।

প্রকল্পের নাম

প্রিপারেশান এন্ড মনিটরিং অব মিডিয়াম টার্ম ডেভেলপমেন্ট প্ল্যান (সেভেন ফাইভ ইয়ার প্ল্যান) প্রকল্প।

প্রকল্প পরিচালক

ড. মোস্তাফিজুর রহমান, যুগ্ম- প্রধান

ফোন ০১৭১১-২৮২৫৯৪

প্রাক্কলিত ব্যয়

১০.০৫৭৫ কোটি

প্রকল্পের মেয়াদ

জানুয়ারী ২০১৩ হতে ডিসেম্বর ২০১৬

উদ্দেশ্য

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জন্য মধ্যমেয়াদী (পাঁচ বৎসর) পরিকল্পনা প্রণয়ন ও পরিবীক্ষণে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)-কে সহায়তা প্রদান। প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হলোঃ

ক) সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিল প্রণয়ন;

খ) বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের জন্য উপযুক্ত মডেল/কারিগরি কাঠামো প্রণয়ন;

গ) সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন সহজতর করার লক্ষ্যে অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহের উপর স্বল্পমেয়াদী স্টাডি/সার্ভে পরিচালনা করা;

ঘ) ২০১২ সালকে ভিত্তি ধরে ইনপুট-আউটপুট টেবিল (IOT) হালনাগাদ করা এবং সোশ্যাল একাউন্টিং ম্যাট্রিক্স (SAM) ও কম্পিউটেবল জেনারেল ইকুইলিব্রিয়াম (CGE) মডেল এর হালনাগাদকরণ;

ঙ) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১১-১৫) সমাপ্ত মূল্যায়ন প্রতিবেদন (Completion Review Report) এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১৬-২০) বাস্তবায়ন-পরিবীক্ষণ মূল্যায়ন প্রতিবেদন প্রস্ত্ততকরণ;

চ) সাধারণ অর্থনীতি বিভাগ এবং পরিকল্পনা/নীতি/প্রকল্প প্রণয়ন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে  সক্ষমতা বৃদ্ধিকরণ;

ছ) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/বাস্তবায়নকারী সংস্থা/পরিকল্পনা কমিশনের সেক্টর ডিভিশন/গবেষক/শিক্ষাবিদ/গবেষণা প্রতিষ্ঠান/ ব্যবসায়িক সমাজ/সুশীল সমাজের প্রতিনিধি/এনজিওসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের প্রয়োজনীয় মতামত ও পরামর্শ অন্তর্ভুক্তকরণের নিমিত্ত সেমিনার/পরামর্শ সভা/কর্মশালা/স্থানীয় প্রশিক্ষণ ইত্যাদির আয়োজন করা;

জ) সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং অত্র প্রকল্পের আওতায় প্রস্ত্ততকৃত সংশ্লিষ্ট অন্যান্য দলিলসমূহ মুদ্রণ ও প্রকাশনার ব্যবস্থা করা।

 

2015-16 অর্থ বছেরের বরাদ্দ

২৬৪.০০ লক্ষ টাকা

ক্রমপুঞ্জিত অগ্রগতিঃ ২৩৭.৯০

আর্থিকঃ  ২৪%                                    বাস্তবঃ ৪৩%