Wellcome to National Portal
পরিকল্পনা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুন ২০১৬

স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব দ্যা জেনারেল ইকনমিক ডিভিশন টু ইন্টিগ্রেটেড পপুলেশন ইস্যুজ ইনটু ডেভেলপমেন্ট প্ল্যান

 

প্রকল্প পরিচালক:     জনাব মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-প্রধান।

 

প্রকল্পের মেয়াদ:     জুলাই ২০১২ হতে ডিসেম্বর ২০১৬।

 

প্রাক্কলিত ব্যয়:    ৪.৩৬৬৯ কোটি টাকা।

 

ক্রমপুঞ্জিত ব্যয়:    ৩.০৮২৮কোটি টাকা।

 

প্রকল্পের উদ্দেশ্য:

জনসংখ্যা পরিকল্পনার বিশ্লেষণধর্মী এবং বাস্তবায়নযোগ্য পদক্ষেপকে সমন্বিত করেএমডিজিরলক্ষ্যমাত্রাসমূহ অর্জনে বিরাজমান প্রতিকূলতাকে চিহ্নিত করাএবংজনসংখ্যা গতিধারা, আচরণ ও একই সাথে জেন্ডার এবং অন্যান্য ইমার্জিং বিষয়ে প্রাপ্ত গবেষণার তথ্যাদি দেশের স্বল্প, মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ব্যবহার করা।

 

প্রকল্পের মূল কার্যক্রম: 

১. প্রজেক্ট ইন সেপশন ওয়ার্কসপ,

২. ইনষ্টিটিউশনালক্যাপাসিটি এসেসমেন্ট

৩. ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কসপ/ ট্রেনিং,

৪. টেকনিক্যাল এসিসটেন্স,

৫. টেকনিক্যাল কমিটিমিটিং,

৬. অবজারভেশন ভিজিট / ট্রেনিং,

৭. রিজিওনাল মিটিং /সেমিনার,

৮. পলিসি ডায়ালগ,

৯. ডিজিমিনেশন ওয়ার্কসপ, 

১০. প্রিপারেশন অব পলিসি ব্রিফ এন্ড প্রিপারেশন অব পজিশন পেপারস,  

১১. মিটিং উইথ মিডিয়া,

১২. প্রজেক্ট স্টিয়ারিং কমিটি মিটিং, 

১৩. ইভালুয়েশন,

১৪. ইকুইপমেন্ট ক্রয়।

 

ফেব্রুয়ারি ১৬পর্যন্ত এডিপি’র ব্যয় হার

 

 

 

২০১৫-১৬ অর্থ বছরে এডিপি বরাদ্দ

২০১৫-১৬ অর্থ বছরে ফেব্রুয়ারি  ১৬পর্যন্ত ব্যয়

২০১৫-১৬ অর্থ বছরের বরাদ্দের তুলনায় ব্যয়ের শতকরা হার

প্রকল্পের শুরু হতে ক্রমপুঞ্জিত মোট অগ্রগতি %

আর্থিক

বাস্তব

০.৮৪

০.৫৫৭০

৬৬.৩১

৭০.৫৯

৭৫.০০