Wellcome to National Portal
পরিকল্পনা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০১৫

এসএসআইপি

প্রকল্পের নাম

সাপোর্ট টু সাসটেনএ্যাবল এন্ড ইনক্লুসিভ এন্ড  প্ল্যান (এসএসআইপি)

 

প্রকল্প পরিচালক

নকিব বিন মাহবুব, বিভাগ প্রধান

ফোন ০১৭১১-২৮২৫৯৪

প্রাক্কলিত ব্যয়

২২.৩৬২০ কোটি

প্রকল্পের মেয়াদ

জানুয়ারী ২০১৩ হতে ডিসেম্বর ২০১৬

উদ্দেশ্য

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের কারিগরি সক্ষমতা শক্তিশালীকরণ। আলোচ্য প্রকল্পের আওতায় ০৩টি কম্পোনেন্ট বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে যার সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হলোঃ

০১. দারিদ্র্যবান্ধব অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়নঃ দারিদ্র্য বান্ধব অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি সমন্বিত ও টেকসই উন্নয়েনর জন্য নীতিমালাসমূহের মধ্যে সমন্বয় সাধনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কম্পোনেন্টটি নেয়া হয়েছে। কৌশলগত উন্নয়ন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের সাথে জড়িত আরো বেশি দারিদ্র্যবান্ধব অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়ন করতে অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের (বিশেষত জিইডি) বিশ্লেষণী এবং মডেলিং সক্ষমতা বৃদ্ধি করা হবে। তন্মধ্যে রয়েছেঃ প্রবৃদ্ধি একাউন্টিং এবং উৎপাদনশীলতা বিশ্লেষন; অর্থনৈতিক মডেলিং এবং ফোরকাস্টিং; এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং বৃহত্তর অর্থনৈতিক নীতিনির্ধারক বৃত্তের সাথে সংলাপ প্রভৃতি। এই কার্যক্রমসমূহ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্টতা থাকবে।

০২.  টেকসই এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধিকরণঃ পরিকল্পনা ও প্রকল্প প্রণয়ন পদ্ধতি শক্তিশালীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল প্রকল্প বাস্তবায়ন কর্মকান্ডে আরো বেশী সমন্বয় সৃষ্টির মাধ্যমে দৃষ্টিভঙ্গি ও পরিকাঠামোসমূহকে আরো বেশী সমন্বিত (বিশেষত জেন্ডার ইস্যু অন্তর্ভুক্তিকরণ) এবং পরিবেশগতভাবে টেকসই করা।

০৩. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) পরিবীক্ষণ ও মূল্যায়নের পাশাপাশি ২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামো প্রণয়নঃ আন্তর্জাতিক অনুশীলনের উপর ভিত্তি করে বাংলাদেশের কাঠামোর জন্য উপযোগী করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) পরিবীক্ষণ ও মূল্যায়ন

প্রক্রিয়া প্রস্তুত, গুণগত পরিবর্তন ও পরিবর্ধন, পরিকল্পনা/বাজেট পরিকাঠামোর সাথে সংযোগ সমৃদ্ধিকরণ এবং অত্যাবশ্যকভাবে একটি ২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামো প্রণয়ন করা।

2015-16 অর্থ বছেরের বরাদ্দ

১,০০৯.০০

ক্রমপুঞ্জিত অগ্রগতিঃ ৭৫৩.৯৬

আর্থিকঃ   ৩৩.৭২%                                 বাস্তবঃ ৪৩%